রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডের প্রবেশে বাধা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ প্রজাতন্ত্র দিবসের দিনেও রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাত। কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন প্রজাতন্ত্র দিবসে? কেন বিএসএফের ব্যান্ড নিয়ে অনুষ্ঠান হচ্ছে? রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। খোঁজ নিয়ে জানতে পারেন, কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি! জানতে চান, রাজভবন কলকাতা পুলিশের এলাকায় পড়ে। আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকেন কলকাতা পুলিশের কর্মীরাই। তাহলে কেন পুলিশের ব্যান্ডকে অনুষ্ঠানস্থলে আসতে দেওয়া হয়নি? এরপর মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গেলেন তাদের ডেকে আনলেন এবং নিজেই দাঁড়িয়ে থেকে শুনলেন।
প্রত্যেক বছরের মত এবারও রাজভবনে রাজ্যপাল চা চক্রে আয়োজন করেছিলেন। সেই চা চক্রে জাতীয় সঙ্গীত বাজানোকে ঘিরে রাজভবনে বিতর্কিত কাণ্ড। ব্যান্ডে জাতীয় সংগীত বাজাতেই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন কলকাতা পুলিশের বিখ্যাত ব্যান্ড জাতীয় সংগীত বাজাচ্ছে না। বাজাচ্ছে এসএসবি, এরা বিএসএফের একটি শাখা। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের কাজে জানতে চান ঘটনা কি? জানতে পারেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি তারা দাঁড়িয়ে রয়েছেন নর্থ গেটের বাইরে। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই তিনি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ডটিকে রাজভবনে প্রবেশ এবং তাদের ব্যান্ডে বাজলো জাতীয় সংগীত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *