টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ ও প্যারেড। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চ্যাটার্জী।এরপর পুলিশ কর্মী, দমকল কর্মী সহ স্কুল কলেজের এনসিসি ক্যাডেটরা প্যারেডে অংশ নেয় এবং মহকুমা শাসককে অভিবাদন জানানো হয়। বিশেষ প্যারেডের মাধ্যমে তাদের অনুষ্ঠান তুলে ধরে l সরকারি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়। এদিন কুচকাওয়াজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দেশাত্মবোধক সংগীত, নৃত্য, পরিবেশন করে ছাত্রছাত্রীরা।
এদিন কুচকাওয়াজের প্যারেডে মহকুমাশাসক, পুলিশ কমিশনারেট আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা। এই বর্ণাঢ্য কুচকওয়াজ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
