Breaking News

মিড-ডে মিলে খেয়ে অসুস্থ ছাত্রীকে দেওয়া হল সাপে কামড়ানোর ইনজেকশন, ঘটনার তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কালনার ধাত্রী গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ভুল চিকিৎসায় মৃত্যু। পরিবারের অভিযোগ  ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মেয়ের। ঘটনার তদন্ত নির্দেশ স্বাস্থ্য ভবনের। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাধনা বসাক (১১) স্কুল থেকে মিড-ডে মিল খেয়ে আসার পরেই হঠাৎই অসুস্থ হয়ে পরে, তাকে নিয়ে যাওয়া  হয় কালনা মহকুমা হাসপাতালে, এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়, তাকে সাপের কামড়ের চিকিৎসা করা হয়েছিল।
মৃত্যুর কারণ জানতে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হলেও রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।  রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ছাত্রীর মা এদিন জানান, সুস্থ স্বাভাবিক আমার মেয়ে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে সাপে না কামড়ালো সাপে কামড়ানোর ফুল ইনজেকশন দেয়া হয়েছিল ওই ছাত্রীকে আর সেই কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ছাত্রীর মা।
ছাত্রীর বাবা বিষ্ণু বসাক জানান, “মেয়ে স্কুলে মিড-ডে মিল খায়। এরপর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালে স্যালাইন ও ইঞ্জেকশন দেয়। সাপের কামড়ের চিকিৎসা করে। বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মেয়েকে মৃত বলে জানায়। ওর সারা শরীরে কোথাও কিছু কামড়ায়নি। তা সত্ত্বেও এই চিকিৎসা কেন করা হল বুঝে উঠতে পারছি না। ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে।”
হসপিটাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তদন্ত কমিটি গঠন করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অনুসন্ধান করা হবে।

About Prabir Mondal

Check Also

ভিন রাজ্য থেকে সোনা নিয়ে চম্পট! অবশেষে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার জামালপুরের যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *