টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল ফেলে’ রবীন্দ্রনাথ ছবি আঁকিয়ে কবিতার লাইনগুলি জ্বলজ্বল করছে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। হাতের আঁকা একের পর এক ছবি দেখে ফেরানো যাচ্ছে না চোক। একেবারেই ব্যতিক্রমী আর্ট ওয়ার্কশপ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। রবিবার বিকেলে দুর্গাপুরের একটি বেসরকারি আর্ট সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন। শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। কেউ এঁকেছিল শ্রীকৃষ্ণ কেউ একেছিল পরিবেশের চিত্র কেউ আবার নদী, পাহাড় আর পরিবেশ দূষণের চিত্র। সব মিলিয়ে এই আর্ট প্রতিযোগিতা সৃষ্টি,কৃষ্টি সংস্কৃতিকে তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলে দুর্গাপুরের মানুষের মন ছুঁয়ে দিল তা একেবারেই বলাই বাহুল্য।
Social