Breaking News

এলাকার বয়স্ক মানুষদের নিয়ে মন্তেশ্বরে বৃদ্ধ ভোজন উৎসব

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সম্প্রীতির বার্তা বহন করে মন্তেশ্বর ব্লকের মূলগ্রাম অঞ্চলের বসন্তপুর গ্রাম এলাকায় আমরা কজন-এর পরিচালনায় শীতের স্নিগ্ধতায় মেতে উঠেছে বৃদ্ধ ভোজন উৎসব। এই উৎসব বসন্তপুর এলাকার বৃদ্ধদের নিয়ে।


উদ্যোক্তাদের পক্ষে আলিম শেখ, আমজেদ শেখ,  রিনু বাগ,  মধু শেখ, আতিয়ার রহমান, আব্বাস সেখ-রা জানান, “আমরা কজন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যারা সংসারের ভারে জর্জরিত, বাড়ি থেকে কোথাও আনন্দ করতে বেরোতে পারে না এবং যাদের  জীবনের আনন্দটুকু প্রায় হারিয়ে  যাওয়ার পথে  এলাকার সেইসব ৬০ বছর বয়স থেকে আরম্ভ করে প্রায় ৫০০ জনের উপর বয়স্ক মানুষজন, ছোট শিশুদের একত্রিত করে এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ না রেখে, সব ধর্ম, সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষজনদের একত্রিত করে তাদের আনন্দিত ও আনন্দ দেওয়ার লক্ষ্যে রবিবার সারাদিন একটি উৎসবের মধ্য দিয়ে দুপুরে  বসিয়ে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগ নেওয়ায় অংশ নেওয়া সকলে খুব খুশি হয়ে বলে জানান তারা।”

About Prabir Mondal

Check Also

গলায় সবজির মালা পরে রাস্তায় হাঁড়ি-কড়াই-গ্যাস সিলিন্ডার নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বর্ধমানে মহিলাদের প্রতিবাদ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আলু, পটল, লঙ্কা-সহ বিভিন্ন সবজির মালা পরে হাঁড়ি-কড়াই-গ্যাস সিলিন্ডার সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *