জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আম্বেদকর ইস্যুতে শাহের পদত্যাগ চেয়ে সরব এবার কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রনেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমানজনক ভাষায় আক্রমণ করে। তারই প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি দুষ্কৃতীরা হামলার করার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে রবিবার কংগ্রেস কর্মীরা আম্বেদকার ছবি হাতে নিয়ে একটি মিছিলের মাধ্যমে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতিকে স্মারকলিপি জমা দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কিষান কংগ্রেসের সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য জ্যোতির্ময় মণ্ডল, বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের নেত্রী সরস্বতী হাজরা মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি কাজী সাহিদ, পূর্বস্থলী উত্তর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি আজিজ খান, সহ মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।
বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জ্যোতির্ময় মণ্ডল ও ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বরা জানান, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেদকরকে অপমানজনক ভাষায় আক্রমণ করে ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী থেকে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবী জানিয়ে এবং প্রদেশ কংগ্রেস অফিসে হামলাকারী দোষীদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এই কর্মসূচি বলে জানান তারা।
Social