টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ এবার বড়সড় পরিবর্তন আনা হল তারাপীঠ মন্দিরের নিয়মকানুনে। বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে আর মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। সেই সঙ্গে গর্ভগৃহে ঢোকা যাবে না আলতা এবং গোলাপজল নিয়ে। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ।
এর আগে মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার তা কার্যকর করা হল। সম্প্রতি বীরভূম জেলা ম্যাজিস্ট্রেট তারাপীঠ মন্দির কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেছেন। প্রশাসনিক ওই বৈঠকে এই সিদ্ধান্ত ছাড়াও নেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। প্রবেশ পথে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিয়ে ঢুকতে হবে ফোন।
এই বৈঠকে মন্দিরে “নিরাপত্তা ও শৃঙ্খলা” বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুসারে, মন্দিরগুলি নির্দিষ্ট সময়ে খোলা এবং বন্ধ করা হবে। নির্দিষ্ট সময়ে মন্দিরে খাবার পরিবেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য মাত্র দুটি লাইন রাখা হয়েছে। তাদের মধ্যে একটি সাধারণ লাইন এবং অন্যটি একটি বিশেষ লাইন। পাবলিক লাইন এক ঘন্টা আগে খোলা হবে। তারপর একটি বিশেষ লাইন চালু হবে।
Social