Breaking News

মাটির ঘরে বসবাস, তবুও আবাসের ঘর ফিরিয়ে দিতে চান পঞ্চায়েত প্রধান

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম কিন্তু সেই আবাস যোজনার বাড়ি নিলেন না প্রধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান-১ ব্লকের রায়ান-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রায়ান-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ টিনের বাড়ি, রয়েছে মাটিরও বাড়ি। বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিকবাবু। তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান, একজন জনপ্রতিনিধি তাই আবাস যোজনার সেই ঘর কোনো দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিক বাবু।

বুধবার সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাগ জানান, ২০১৮ সালে আবাসের সমীক্ষার সময় তাঁর স্ত্রী রীতা বাগের নাম তালিকার ওঠে। তখন তিনি ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁরা এক কামরার মাটির ঘরে থাকেন। যদিও কার্তিকের দাবি, সেই সময়ও আবাসের বাড়ির জন্য তিনি আবেদন জানাননি। পঞ্চায়েত থেকে সমীক্ষা করার সময় তাঁর স্ত্রীর নাম তালিকাভুক্ত হয়। ২০২২ সালে তালিকায় রীতার নাম দেখে সেই সময় নাম বাতিলের জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে নাম বাদ যায়নি। এ বছর ফের আবাসের তালিকায় রীতার নাম আসায় সেই নাম বাতিলের জন্য আবার আবেদন করেছেন বলে জানিয়েছেন কার্তিক।

তাঁর বক্তব্য, ‘আমি আবাসের বাড়ি পাওয়ার যোগ্য হলেও আমার এলাকার কোনও গরীব মানুষ এই বাড়ি পাক এটা আমি চাই। প্রধানের স্ত্রী বাড়ি পাচ্ছে অথচ একজন গরীব মানুষ বাড়ি পাবে না এটা একজন তৃণমূল কর্মী হয়ে আমি চাই না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে আমরা দল করি। তাই আমি এই আবাসের বাড়ি আমরা ফিরিয়ে দিতে চাই।’ তাঁর বক্তব্য, ‘আমি আবাসের বাড়ি পাওয়ার যোগ্য হলেও আমার এলাকার কোনো গরীব মানুষ এই বাড়ি পাক এটা আমি চাই। প্রধানের স্ত্রী বাড়ি পাচ্ছে অথচ একজন গরীব মানুষ বাড়ি পাবে না এটা একজন তৃণমূল কর্মী হয়ে আমি চাই না। মুখ্যমন্ত্রীর আদর্শ নিয়ে আমরা দল করি। তাই আমি এই আবাসের বাড়ি আমরা ফিরিয়ে দিতে চাই।’

About Prabir Mondal

Check Also

বিজেপি কর্মী সন্দীপ খুনের ৬ বছর! দোষীদের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি বিজেপির

স্নেহা দাস, দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *