Breaking News

ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়নগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু করলেন রাজ্যের শ্রমিক সংগঠনের সভাপতি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর শ্রমিক সংগঠনে রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের সংগঠনের সভাপতির দায়িত্বে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে বেশ কিছু পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল সর্বোচ্চ নেতৃত্বের তরফে। যার মধ্যে ছিল, একটি শিল্প ক্ষেত্রে একটি মাত্র ইউনিয়নকেই স্বীকৃতি দেওয়া হবে। সকল সদস্যকে দলের অনুমোদন পাওয়া ইউনিয়নের অধীনেই কাজ করতে হবে। সেই মর্মে দলের নেওয়া সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথম পদক্ষেপ হিসেবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়নগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু করে দিলেন। বছরের শেষ মাসে পথচলা শুরু করেছে আইএনটিটিইউসি-র অধীনে থাকা ‘তৃণমূল শ্রমিক ইউনিয়ন।’
কার্যতঃ পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র উদ্যোগে মিলন উৎসব অনুষ্ঠিত হয় শহর বর্ধমানে,উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়,মন্ত্রী স্বপন দেবনাথ, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু সহ আরও অন্যান্য অনেকে।

About Prabir Mondal

Check Also

অপরাজিতা বিলের সমর্থনে হাটগোবিন্দপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *