টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। রাজ্যপালের স্বাক্ষরের দাবিতে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। বিধানসভায় ‘অপরাজিতা’ বিলে পাশ হয়েছে। এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। তাই শনিবার অপরাজিতা বিলের সমর্থনে পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো হাটগোবিন্দপুরে। এই প্রতিবাদ মিছিলটি হাটকান্ডা পঞ্চাননতলা থেকে শুরু হয়ে গোবিন্দপুর বাজারে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক, ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের সমিতির সভাপতি সহ সহ প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিধায়ক বলেন, আমরা আজ বর্ধমান দু’নম্বর ব্লকের ৯টি অঞ্চলের মহিলাদের ও জনপ্রতিনিধিদের নিয়ে এই অপরাজিতা বিলের সমর্থনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করলাম হাটগোবিন্দপুরে।
Social