টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা, যা চলবে রবিবার পর্যন্ত। এদিন মেলায় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও ছিলেন। এছাড়াও ছিলেন পুর-প্রতিনিধিরা।
বর্তমান সমাজ ব্যবস্থায় অনলাইন কেনাকাটায় সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি বলে বার্তা দিয়েছে উপভোক্তা দপ্তর। এছাড়াও মধ্যস্থতার মাধ্যমে যেভাবে অভিযোগের সমাধান করা হচ্ছে, তা তুলে ধরা হয়।
এদিন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, পশ্চিমবঙ্গে তিনবার এই মেলা হয়ে থাকে। যার মধ্যে কলকাতায় একবার, উত্তরবঙ্গে একবার ও দক্ষিণবঙ্গে একবার। সেরকমই এবার হচ্ছে বর্ধমান শহরে। বর্ধমানের এই মেলায় আশেপাশের চারটি জেলার সাব ডিভিশনকে যুক্ত করা হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, নদীয়ার নবদ্বীপ, বাঁকুড়ার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুর এই চারটি সাব ডিভিশনকে যুক্ত করা হয়েছে এই মেলায়। এই মেলার উদ্দেশ্য হলো কোনো সময়ে কোনো ক্রেতা কোনো সামগ্রিক ক্রয় করতে গেলে যদি তারা কোনো রকমের প্রতারণার শিকার হয় তাহলে তারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কি কি উপায়ে একজন ক্রেতাকে প্রতারিত করা যায় সেই সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে এই মেলায় তুলে ধরা হবে। কোনো কিছু ক্রয় করতে গেলে প্রতারণার শিকার হলে কনজিউমার কোর্টে একজন ক্রেতা অভিযোগ দায়ের করতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে তারা ক্ষতিপূরণও পাবে। এসব তথ্য তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে।
তিনি আরও বলেন, যেভাবে বিভিন্ন সময় অনলাইন থেকে শুরু করে অন্যান্য বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট এমনকি ফ্ল্যাট কিনতে গিয়ে যেভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে সেই সব রুখতে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে প্রশাসন আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার জেলও হতে পারে।
Social