Breaking News

বার্ণপুরে এলাকার যুবতীদের জন্য চালু হলো শান্তা এডুকেশন লাইব্রেরি

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পশ্চিম বর্ধমানঃ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছে থাকলেও পরিবারের আর্থিক দুর্বলতা ওদের ইচ্ছে পূরণের পথে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন একাধিক পুস্তকের। আর্থিক কারণে সেগুলো কেনার সামর্থ্য সবার নেই। বাড়ির কাছে নেই এমন কোনো পাঠাগার যেখানে কম খরচে ওরা তাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইগুলো পাবে। আবার বিভিন্ন কারণে ওদের পক্ষে দূরে গিয়ে কোনো পাঠাগারের সদস্যা হওয়া সম্ভব হয়ে ওঠে না। ওরা বার্ণপুরের বিভিন্ন এলাকার শিক্ষিতা বেকার যুবতী।

এবার ওদের সমস্যার সমাধানে এগিয়ে এলো এলাকার বাসিন্দা কমলেন্দু মিশ্র নামে জনৈক ব্যক্তি। তার উদ্যোগে সম্প্রতি বার্ণপুরে চালু হয় ‘শান্তা এডুকেশন লাইব্রেরি।’ জানা যায় এই প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যাবে। পাঠাগারটি চালুর পর এলাকার শিক্ষিত বেকার যুবতীদের মধ্যে খুশির ঝলক দেখা যায়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নামপ্রকাশে অনিচ্ছুক জনৈকা বেকার যুবতী বললেন, আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য যেসব বইপত্র কেনা বা প্রশিক্ষণের দরকার সেটার দেওয়ার মত সামর্থ্য আমার পরিবারের নাই। এখন এই পাঠাগারটি চালু হওয়ার ফলে আমার মত অনেক বেকার যুবতীর খুবই সুবিধা হবে।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা সম্পাদক কমলেন্দু মিশ্র বললেন, এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা যুবতীদের জন্য কোনো প্রতিষ্ঠান নাই। ফলে মেধা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ‘গ্র্যাজুয়েশন অ্যাসোসিয়েশন’ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এই প্রতিষ্ঠানটি চালু করেছি। আমার আশা প্রতিষ্ঠানটি থেকে বেকার যুবতীরা উপকৃত হবে। সেক্ষেত্রে আমার প্রচেষ্টা সফল বলে আমি ধরে নেব।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *