Breaking News

অঙ্কন প্রতিযোগিতা

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কোজাগরী  লক্ষ্মী পুজা উপলক্ষে মন্তেশ্বর ব্লকের আসানপুর নবজাগরণ সংঘের পক্ষ থেকে  আজ  আসানপুর মন্দির প্রাঙ্গন সংলগ্ন এলাকায়  বিভিন্ন  বয়সের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। নবজাগরণ সংঘের কর্মকর্তাদের পক্ষে অরিজিৎ ঘোষ জানান, আমাদের এই লক্ষ্মী পূজা ৩৮ তম বছরের  পদার্পণ করে। এই পূজা উপলক্ষে বিভিন্নরকম আনন্দদায়ক, শিক্ষামূলক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। 
আধুনিক যুগে ছোটরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই মোবাইল থেকে মুক্ত করার জন্য  বিভিন্ন অনুষ্ঠানে ছোটদের দ্বারা খেলাধুলা, কুইজ থেকে অঙ্কন প্রতিযোগিতা মতন শিক্ষামূলক অনুষ্ঠান হওয়া উচিত। তাই লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে  অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানঅধিকারীকে পুরস্কৃত করা হবে বলে জানান ক্লাবের কর্মকর্তারা ।

About Prabir Mondal

Check Also

মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *