Breaking News

রাণাঘাটের ১১২ ফুটের দুর্গার পর এবার টিটাগড়ের পুজো বন্ধের নির্দেশ

টুডে নিউজ সার্ভিসঃ ঢাকের বাদ্দি বাজল বলে। দিকে দিকে ছড়িয়েছে পুজোর গন্ধ। তাইতো শেষ মুহূর্তের প্রস্তুতিতে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু এই আনন্দের মাঝেই পুজো বন্ধের ডাক দিয়েছে পুলিশ প্রশাসন। আর সেই নির্দেশেই এবার রুদ্র রূপ ধারণ করল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এমজি রোড এলাকায়। জানা গিয়েছে, তরুণ সংঘ মহাবীর দুর্গাপুজো কমিটি দীর্ঘ বছর ধরেই টিটাগড় ওয়াগন লিমিটেডের রেললাইনের উপরে পুজো করে আসছে। প্রতিবারের মত এই বছরও বৃহস্পতিবার পুজোর জন্য খুঁটিপুজোর আয়োজন করে পুজো কমিটি। কিন্তু টিটাগড় ওয়াগান কারখানা আপত্তি তোলে। আর সেই সংস্থার মদতে প্রায় ৩৮ বছরের পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। বেজায় চটেছেন পুজো কমিটির লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পুজো কমিটির লোকজন।

এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তার কথায়, “৩৮ বছর ধরে আমরা পুজো করছি। বছরের প্রতিটি দিন আমরা টিটাগড় ওয়াগান লিমিটেডকে সহযোগিতা করি। তাদের থেকে আমরা শুধু পুজো করার জন্য দশ দিন চেয়েছি। এই কারখানার এক আধিকারিক আগে আমাদের পুজো উদ্বোধনও করেছেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। পুরসভা, দমকলের থেকেও আমরা পুজোর অনুমতি পেয়েছি। তবুও কেন এবছর ওই কারখানা আমাদের পুজো করতে দিতে চাইছে না।” অন্যদিকে, পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, “ এই বছরে কিছুতেই পুজো বন্ধ করা হবে না। তার জন্য টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।”

About Prabir Mondal

Check Also

ট্রাকে উঠে হনুমানজির পতাকা বাঁধলেন বিজেপি নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। সম্প্রতি কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *