টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সুপ্রিম কোর্টের বেলা শেষের শেষ পর্যায়ে শুনানিতে যে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট এর দীর্ঘ ৮ ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করলেন আবারও তারা পূর্ণ কর্ম বিরতিতে ফিরছে কারণ তাদের যে দাবি পাঁচ দফা সেগুলো রাজ্য সরকার কে বারংবার বলা সত্ত্বেও তারা পূরণ করতে ব্যর্থ এবং দু দফায় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর কিছু ডাইরেকটিভ তারা পেয়েছিলেন এবং কিছু দাবি আদায় করতে পেরেছিলেন তার মধ্যে কলকাতা পুলিশ কমিশনের অপসারণ ও দুই স্বাস্থ্য অধিকর্তাকে তাদের পদ থেকে অপসারণ কিন্তু মূল যে দাবি নিরাপত্তা এবং স্বাস্থ্য সচিব কে তার পথ থেকে সরাতে হবে। কিন্তু রাজ্য সরকারকে কয়েক দফাই ইমেল করার পর তারা উত্তর টুকু দিতে পারল না এটা জুনিয়র ডাক্তারের কাছে খুবই অপমানজনক বলে মনে করছেন তারা এটাও তারা মনে করছেন প্রশাসনের সদিচ্ছা নেই ,কারণ তারা আংশিক কাজে যোগ দিয়েছিল সেখানে তারা কি দেখল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং চিত্তরঞ্জন মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ সর্বোপরি বর্ধমান মেডিকেল কলেজ জুনিয়ার ডাক্তারদের নিগ্রহ এটা অত্যন্ত নক্ষার জনক নিরাপত্তা একদম নেই ঘটনার ৫২ দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি বাথরুম ওয়েটিং রুম বিভিন্ন বিষয়গুলো এখনো প্রশ্ন পুরোপুরি তৈরি করতে পারল না এই জায়গায় পুরোপুরি প্রশাসন ব্যর্থ। তারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল কিছু ডাইরেক্ট দিয়েছিল কিন্তু তারা সেটা পূরণ করতে পারেনি তাই আর গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর তারা নিজেদের মধ্যে মিটিং করে মনস্থির করেছে আবার তারা পূর্ণ কর্মবৃত্তিতে ফিরছে আন্দোলনে পিটছে এই আন্দোলন আরো তীব্রতর হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই থ্রেট কালচার কলেজে কলেজে দুর্নীতি এবং রোগী কল্যাণ সমিতির নামে যে ছাত্রদের উপর নিপীড়ন সেটা প্রশাসন আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি তার লিখিত কোন পাওয়া যায়নি। তাই সব বিষয়ে মাথায় রেখে আবারো তারা ১০ দফা দাবিকে সামনে রেখে কর্ম বিরতিতে যাচ্ছে সারা রাজ্যে মেডিকেল কলেজগুলিতে।
১) দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায় বিচার করতে হবে ।
২) স্বাস্থ্য সচিবের অপসারণ অবিলম্বে করতে হবে।
৩) সব হাসপাতালে কেন্দ্রীয়ভাবে রেফারাল ব্যবস্থা চালু করতে হবে অতি দ্রুততা সহিত।
৪) রাজ্যের সব হসপিটাল গুলিতে ডিজিটালাইজ বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে।
৫) অবিলম্বে অত্যন্ত দ্রুততার সহিত সিসিটিভি বসাতে হবে প্রয়োজনীয় ভিত্তিতে।
৬) অবিলম্বে বাথরুমের ব্যবস্থা ও প্যানিক বটম সঙ্গে হেল্পলাইন চালু করতে হবে।
৭) সব হাসপাতাল গুলিতে বেসরকারি ও সিভিক ভলেন্টিয়ার নয় পুলিশি সুরক্ষা দিতে হবে।।
৮) সমস্ত হাসপাতাল গুলিতে অবিলম্বে ডাক্তার-নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে।
৯) অবিলম্বে সমস্ত হসপিটাল গুলিতে থ্রেট কালচার বন্ধ করতে হবে প্রয়োজনের ব্যবস্থা নিতে হবে।
১০) অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজের ছাত্র সংসদের ভোট নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে, WBMC ও WBHRB ঈদের বিরুদ্ধে তদন্ত দুর্নীতি।
মহালয়ার তর্পণ জুনিয়র ডাক্তারের তরফ থেকে করা হবে, অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আরজিকর হসপিটালে অভয়ার স্মৃতিসৌধ বসানো হবে মহালয়ার দিন সকাল বেলায় অর্থাৎ ১১ টার মধ্যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক এবং শেষে মহাসমাবেশ হবে ধর্মতলায় পুজোর দিনগুলিতে কি কি কর্মসূচি থাকবে তা আগামী দিনে বলে দেয়া হবে বলে জানালেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট এর পক্ষ থেকে।
Social