টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আরজি করের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। সবার একটাই দাবি ‘উই ওয়ান্ট জাস্টিস’। এবার অপরাধীর শাস্তির দাবিতে পথে নামল গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মীরা।
অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জীর নেতৃত্বে ধিক্কার মৌন মিছিল শুরু হয় মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে। প্রায় ১ কিমি দূরত্ব অতিক্রম করে স্কুল মোড় থেকে ধিক্কার মিছিল পুনরায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। চলার পথে রাস্তার দু’ধারে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ছিল জাস্টিস ফর আরজি কর, সমাজ চরিত্রের পরিবর্তন হোক, নারীর নিরাপত্তা নিশ্চিত হোক, সম্মান করুন সম্মান পান, সামাজিক অন্ধকার দূর হোক, সমাজের অবক্ষয় ও কলঙ্ক দূর হোক ইত্যাদি লেখা প্লাকার্ড।
অধ্যক্ষ বলেন, এমন একটা সমাজ গড়ে ওঠুক যেখানে নারীরা সম্পূর্ণ নিরাপদ বোধ করবে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে উঠুক। খেয়াল রাখতে হবে আর কোনো বাবা-মা যেন সন্তান হারা না হন।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social