টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ধান-পাট-কাঠের পুঁতি দিয়ে নকশা করা কৃষিজ ফসলে তৈরি পরিবেশ বান্ধব রাখি দেখা গেল বর্ধমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে। রবি ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতির রাখী বন্ধন উৎসব। সেই রীতি আজও বহমান বাংলায়। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও বর্ধমান-২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আলিশা বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস। অনুষ্ঠান শুরু করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে।
এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাস চালক ও টোটো চালকদের এবং ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও রাখি পরিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বর্ধমান-২ বিডিও দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার, সহ-সভাপতি দেবদ্বীপ রায়, বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার সহ আরও অনেকে।
Social