টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুর্শিদাবাদ থেকে আগত ছয়জন পুরুষ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলম পুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকতো, তাদের পেশা ছিল গ্রামে গঞ্জে ফেরি করা। বেশ কয়েকদিন ধরেই আশেপাশে গ্রামে চুরি যায় ফলে আলমপুর গ্রামবাসীদের এই ছয় জনের প্রতি সন্দেহ হয়।
কার্যতঃ বৃহস্পতিবার ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামে এক জায়গায় জড়ো হয়, এর পরেই গ্রামবাসীরা তাদের আটকে বেধড়ক মারধর ও লাঠিপেটা করে, খবর যায় দেওয়ানদিঘি থানায় সেই মোতাবেক এএসআই তরুণ লেট অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা পরে পুলিশদের মারধর করে গ্রামবাসীরা, এর মধ্যে এএসআই তরুণ লেট গুরুতর জখম হন। তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে। এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনায় ১৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ এবং শুক্রবার তাদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
Social