টুডে নিউজ সার্ভিসঃ উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যমিছিল। মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এখনো পর্যন্ত খবর পাওনি অনুযায়ী অন্ততপক্ষে ১০৭ জন। আহত আরও শতাধিক। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। এটাহ ও হাথরস জেলার সীমান্তে ওই জায়গায় জমায়েতের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল। পুজো শেষ হতেই মন্দিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। ভিড় সরিয়ে তড়িঘড়ি পুণ্যার্থীদের উদ্ধার করে এটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ক্রমেই বাড়তে থাকে আহত ও নিহতের সংখ্যা।
পদপিষ্টে হতাহতের খবর শুনেই শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ওই কমিটির নেতৃত্ব দেবেন আগ্রা কমিশনারেটের ডিজিপি।
হাথরাসের ঘটনায় সংসদে ভাষণ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছেন, প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। কেন্দ্রের তরফে সবরকম সাহায্য করা হবে।
Tags Hathras west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social