Breaking News

যাত্রীবাহী বাসের সাথে বাইকের সংঘর্ষে আহত ২

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ একটি বেসরকারি বাসের সাথে বাইকের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ২। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে দুর্ঘটনা ঘটে বাঁকুড়ার জয়পুর কিষাণ মান্ডি বাসস্ট্যান্ডে। স্থানীয় সূত্রে খবর, ওই আহতদের নাম সৌম্যদীপ ঘোষ বাড়ি কোতুলপুর ব্লকের খুনডাঙ্গায় এবং সুমন দাস বাড়ি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত লক্ষ্মীপুরে। কোনো কাজের সূত্রে বিষ্ণুপুর থেকে কোতুলপুরে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি সেই সময় অপর দিক থেকে একটি বেসরকারি বাস জয়পুর কিষান মান্ডি বাসস্ট্যান্ডে প্রবেশ করছিল সেই সময় হঠাৎ এক বাইক আরোহী দ্রুত গতিতে এসে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে, আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। সংঘর্ষের ফলে ছিটকে পড়ে দুই বাইক আরোহী অবস্থায় রাস্তার পাশে। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরিত করে অন্যত্র।
তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা, তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ। তবে ওই ঘাতক বাস ও বাইকটিকে ঘটনাস্থল থেকে জয়পুর থানায় নিয়ে যায় জয়পুর থানায় এমনটাই সূত্রে খবর।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *