গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ দশহরা পুজোকে ঘিরে মেতে উঠেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা, চাণ্ডুলী সহ আরও অন্যান্য গ্রাম। জ্যৈষ্ঠ বা আষাঢ মাসের শুক্ল দশমী তিথিতে গঙ্গাপুজো বা দশহরা পুজোই হল মনসার বাত্সরিক পুজো। রাঢ বঙ্গের জনপ্রিয় দেবী মনসা।তিনি মূলত সর্পদেবী। স্থানের পরিবর্তনে তিনি কখনোও সৌভাগ্য কামনা আবার কখনোও সন্তান কামনারও দেবী। মনসা পূজা বছরের প্রতিদিন হলেও শনিবার বা মঙ্গলবার এর জাঁকজমক বেশী। এই বছর দশহরা ১ আষাঢ় রবিবার। বিভিন্ন স্থানে এই উত্সব উপলক্ষ্যে পালিত হয়।
কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে মা ব্রহ্মাণী মন্দিরে ধুমধাম সহকারে দশহরা পুজো হল।প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল।এই পুজোয় ছাগ বলি প্রথা বিদ্যমান। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। মা মনসা পুজোর পর প্রতিবছরের মতো এবারও বাদ্যযন্ত্র সহকারে ব্রহ্মাণী নদী পেরিয়ে শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের মুলগ্রামে যায়।সন্ধ্যায় আলোকসজ্জা, আতসবাজি ও বাদ্যযন্ত্র সহকারে মা মনসা দেবী মুস্থূলীর মুল মন্দিরে আসেন।এই পুজোকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটে। এই পুজোকে কেন্দ্র করে ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা ও একডেলা গ্রামের বাসিন্দারা মাতোয়ারা ও জন জোয়ারে পরিণত হয়েছে।কাটোয়ার চাণ্ডুলী গ্রামে ব্রহ্মাণী নদীর ধারে ও দশহরা পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোকে ঘিরে মেলাও বসে।
Social