টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গাড়ির টায়ার ফেট করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে গেল ছোট হাতি গাড়ি। বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির সকলে। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বড়গাছি এলাকায়।
জানা যায়, কাটোয়ার দিক থেকে কুন্তীঘাটের দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী, তার সাথে ছিল ওই গাড়িটি খালাসী রাজ শিকদার। হঠাৎই বড়গাছির কাছে গাড়ির সামনের টায়ার ফেটে যায় গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়ির চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি এবং অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথেও ধাক্কা লাগে। আহত ওই মোটরবাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হসপিটালে উদ্ধার করে পাঠানো হয়।
Social