টুডে নিউজ সার্ভিসঃ সোমবার ঝাড়গ্রামে মোদির জনসভা রয়েছে। তাঁর আগে বড় ধাক্কা পদ্ম শিবিরে। রবিবার নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার জনসভার মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ বিজেপির কুনার হেমব্রম। সভার শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।
ভোটের আগে কুনার হেমব্রমের তৃণমূলে যোগদানে ঝাড়গ্রামে জয় আরও সুনিশ্চিত হল বলে দাবি তৃণমূলের। যদিও কুনার হেমব্রমের তৃণমূলে যোগদান করাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গত ৯ মার্চ বিজেপি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম।
তবে বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি এর আগে কুনার হেমব্রম। শেষমেষ রবিবার হঠাৎই নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তৃণমূলে যোগদান করেন তিনি।
