Breaking News

বর্ধমানের মঞ্চ থেকে চাকরি হারানোদের পাশে থাকার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৩ মে। তার আগে দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের তালিত সাঁই কমপ্লেস ময়দানে শুক্রবার নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল ১০:৫০ নাগাদ হেলিকপটারে অবতারণ করেন তিনি। এদিন ব্যক্তবের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, এই সকালে বাড়ির সমস্ত কাজ ছেড়ে বাড়ির মায়েরা আমাকে আর্শীবাদ করতে এসেছেন তার জন্য আমি সমস্ত মায়েদের শ্রদ্ধা ও প্রণাম জানাই।গোটা ভারতবর্ষ আমার পরিবার আমার কেউ নেই তাঁদের জন্য কিছু রেখে যেতে হবে না। আমি ভারতবর্ষের জন্য কিছু করতে চাই। আমি আপনাদের বাঁচতে চাই, আপনারই আমার পরিবার। তিনি আরও বলেন, দারিদ্র দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে কারণ আমি শৈশবে দারিদ্রতা দেখে বড় হয়েছি। বিরোধীরা হুমকি দিচ্ছে, কিন্তু মোদী ভয় পায় না। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে আক্রমণ করেন তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএম কে।

নরেন্দ্র মোদী আরও বলেন, তৃণমূলের বিধায়ক সবার সামনে হুমকি দেয়, এটা কোন সংস্কৃতি। সন্দেহখালিতে এতো বড় গোটা দেশ ও মায়েরা বিচার চাইছে, কিন্তু তৃণমূল তার শেখ শাজাহানকে বাঁচানো চেষ্টা করছে। ভোট ব্যাঙ্ক মানুষএর থেকে বড় নাকি।তৃণমূল তোষণের রাজনীতি করে।ইন্ডিয়া জোট ভোট ব্যাংকের জন্য সমস্ত কিছু করতে পারে।কংগ্রেস চায় আপনাদের সম্পত্তি লুঠ করতে।বাম, তৃণমূল, কংগ্রেস ভোটের নামে বিভাজন করে সব সময়। দলিত ও অদিবাসী দের পিছিয়ে দিতে চায় কংগ্রেস।দলিত আর আদিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছে। বিরোধীরা দেশকে ভাগ করার জন্য ভোটে লড়ছে। কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা তৃণমূল এর তোলাবাজরা লুঠ করে নিয়েছে। তৃণমূলের তোলাবাজরা সব জায়গায় পৌঁছে যাচ্ছে, টাকার হিসাব করতে গিয়ে মেশিন কাহিল হয়ে যাচ্ছে।

পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অকারণে সাজার কবলে পড়েছেন তাদের জীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে। আমি আমার রাজ্য বিজেপি অধ্যক্ষকে একটা পরামর্শ দিতে চাই নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ রয়েছেন যারা সত্যিই শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্য। বাকিদের পাপের ফলে এই নির্দোষরাও বিপদে পড়েছেন। নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি গিয়েছে, তাদের মধ্যে সৎ ও যোগ্যদের পাশে আমরা পার্টির তরফ থেকে দাঁড়াব। আমি রাজ্য বিজেপিকে বলেছি, রাজ্যস্তরে একটি লিগ্যাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে। এতে সেই প্রার্থীদের সুবিধা হবে যাদের নথি সঠিক থাকা সত্বেও এই দুর্নীতির শিকার হয়েছেন। বিজেপি এই প্রার্থীদের আইনি সহায়তাও দেবে ও তাদের সুবিচার দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমরা সৎ লোকেদের পাশে থাকব। আমার বাংলা শাখা ভোটের মধ্যেই এই কাজ করতে থাকবে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাজা হোক। কিন্তু অনেক সৎ মানুষ আছেন, যাদের কাছে আসল ডিগ্রি রয়েছে এখন তাঁরাও ফেঁসে গিয়েছেন। সৎ লোকেদের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি কাজ করবে, এটা মোদীর গ্যারান্টি।’

এদিন মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুনদার, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার সহ বিজেপি নেতৃত্ব।

About Prabir Mondal

Check Also

“মানুষ স্বেচ্ছায় গিয়েছেন, আর কুম্ভমেলা আসলে মুক্তিমেলা, মৃত্যুঞ্জয়মেলা”, মন্তব্য রাজ্যপালের

টুডে নিউজ সার্ভিসঃ কুম্ভমেলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *