টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ চার নম্বর বোতাম টেপা মানে দিল্লীতে ভূমিকম্প হওয়া। গরমে আমরা চেয়েছিলাম যতো তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়া ভালো, এরা মানুষকে অত্যাচার করার জন্য ৭ দফায় নির্বাচন করেছেন। চার নম্বর বোতাম টিপে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার-কে জেতাবেন আর পূর্ব বর্ধমান জেলার উন্নয়নের দায়ভার আমি কাঁধে তুলে নেবো কথা দিয়ে গেলাম। জোড়াফুল চিহ্নের পাশের বোতামটা জামালপুরের মাটিতে টিপলে, কালনার মাটিতে টিপলে, যেখানেই টিপবেন একমাত্র এরা তৃণমূল কংগ্রেসকে ভয় পান। শনিবার জামালপুরের জনসভার মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সেলিমাবাদ সি.বি মাঠে এদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এই জনসভায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Social