কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন ১৩ মে। সোমবার বীরভূমের সিউড়িতে জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূলের দুই প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দী রায় ও বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত মাল।
এদিন সিউড়ি জেলা পার্টি অফিস থেকে মিছিল করে তারা জেলাশাসকের অফিসে যান এবং মনোনয়নপত্র জমা করেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি কাজল শেখ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ অন্যান্য নেতারা।