Breaking News

ডুয়ার্সে চা-বাগানে বাঘ-মানুষের লড়াই

টুডে নিউজ সার্ভিসঃ ডুয়ার্সে চা বাগানে চলল বাঘ-মানুষের লড়াই। একদিকে চিতা বাঘের গর্জন অপরদিকে হেপনা মাঝির চিৎকারে ছুটে আসে স্থানীয় কিছু মানুষ। যদিও ওই লড়াই জখম হলেও ওই দিনমজুর চিতা বাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচেন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায়। বন্যপ্রান বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, আমরা চিতাবাঘটির উপর নজর রাখছি। আহত ব্যক্তির চিকিৎসার খরচ বনদফতর বহন করবে।

জখম বছর ৫০-এর হেপনা মাঝি জানায়, তাঁদের খাস বস্তি এলাকার পাশে একটি চা বাগানে ঝোপে ঘাপটি মেরে বসে ছিল চিতা বাঘটি। নিজের গরু আনতে মাঠে যায় সে। কাছে যেতেই চিতা বাঘ ঝাপিয়ে পড়ে তাঁর উপর। প্রাণ বাঁচাতে চিতা বাঘের মাথায় বসিয়ে দেয় নিজের শক্তি দিয়ে দু-চার ঘুসি।

চিতা বাঘের ধাক্কায় নিজেও ছিটকে পড়ে মাটিতে। এরপর চিতাবাঘ চা বাগানের মধ্যে পালিয়ে যায়। মানুষজন তাকে উদ্ধার করে দ্রুত শুলকা পাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার পর আপাতত বাড়িতে রয়েছেন তিনি।

About Prabir Mondal

Check Also

মন্তেশ্বরে হাসিবুল শেখ খুনে গ্রেফতার আরও ২

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *