Breaking News

বিশেষ ওয়াটার প্রুফ ব্যাগে ভোট যন্ত্র পাহাড়ে

টুডে নিউজ সার্ভিসঃ ভোট দিতে কোন বুথে যেতে গেলে প্রায় ৬ কিলোমিটার পথ হাঁটতে হয় অথবা কোন বুথে যেতে গেলে প্রায় ১০ কিলোমিটার প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয় সেই পায়ে হেঁটেই। হ্যাঁ এটি কথা বলছি আমাদের রাজ্যেরই একদম উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলের বুধ গুলির বিষয়ে।

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে অবস্থিত তিনটি বুথ : বক্সা দুর্গ, চুনাবতি এবং আদামা। এই তিনটি বুথ মিলিয়ে প্রায় ২০০০ ভোটার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উচ্চতা দেখা যায় তাহলে প্রায় তিন হাজার ফিট উঁচুতে অবস্থিত এই তিনটি বুথ।
ঠিক একই রকম ভাবে ভোটকেন্দ্রে পৌঁছাতে গেলে ভোট কর্মীদের ও একই ঝক্কি পোহাতে হয়। তারসাথে ভোট কর্মীরা সামনাসামনি হোন পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার। সেখানে অনবরত এবং বিভিন্ন সময়ে বৃষ্টির ফলে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা যায় । এই নিয়ে চিন্তার ভাঁজ পড়ে যেত ইলেকশন কমিশনের।এবারে এই প্রথম রাজ্যে অভিনব উদ্যোগ নিল ইলেকশন কমিশন। তাই উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলা – র দিকে। এই ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগের ব্যবস্থা করে দিলেন তারা। এতে ভোটার সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে বৃষ্টির মধ্যেও খুব সহজে।
উল্লেখ্য, আলিপুর দুয়ারের এই বুথ গুলির মতন পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সারা উত্তরাখণ্ডে অনেক বুথ রয়েছে। ফলে এখানেও একই রকম প্রাকৃতিক সমস্যা দেখা যায়, তাই সেখানে আগে থেকেই এই ওয়াটার প্রুফ ব্যাগে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর ফলে শুধুমাত্র ভোটকর্মীরাই উপকৃত হবেন না , তারসাথে এখানকার প্রায় ২০০০ ভোটারও উপকৃত হবেন।

About Prabir Mondal

Check Also

‘দ্বিতীয় কিষাণজী বানানোর ষড়যন্ত্র চলছে’, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আশঙ্কা বিজেপি সাংসদের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *