টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার রাতে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এই প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পলকে এবং দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। ষ