দেবনাথ মোদক, বাঁকুড়াঃ প্রায় ন’ঘন্টা পর সেচ ক্যানেলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সোমবার রাত দশটা নাগাদ খাতড়া শহরের পাঁপড়া ব্রীজ মোড় এলাকার সেচ খাল থেকে তাঁরা রীতেশ মহাপাত্র নামে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নগড়ী গ্রামের কিশোর স্কুল ছাত্র রীতেশ মহাপাত্র অন্যান্য দিনের মতো এদিনও খাতড়া শহরে টিউশন পড়তে এসেছিল। সম্প্রতি রীতেশের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ক্লাস ইলেভেনের জন্য টিউশনি পড়া শুরু করেছিল সে। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে পাঁপড়া ব্রীজ সংলগ্ন সেচ ক্যানেলে শৌচকর্ম সারতে গিয়ে জলে তলিয়ে যায়। জলের তলিয়ে যেতে দেখে অপরপাড় থেকে স্থানীয় পঞ্চম শ্রেণীর এক খুদে ছাত্রী চিৎকার করে ওঠে। ডুবতে থাকা ওই পড়ুয়াকে উদ্ধারের জন্য ওপার থেকে ঝাঁপ দেয় স্থানীয় এক ছাত্র নবাব কেওড়া। নবাব জানায় রিতেশের কাছে পৌঁছাবার আগেই তলিয়ে যায় রীতেশ।
খবর পেয়ে দিনভর তল্লাশী চালান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এই কাজে তদারকি করতে ঘটনাস্থলে আসেন খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, আই.সি সমিত ভট্টাচার্য, বিডিও দেবজিৎ রায় সহ অন্যান্যরা। পরে এদিন রাত ন’টা নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেচ ক্যানেল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন। খাতড়া থানার পুলিশের পক্ষ থেকে দেহটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবার সহ নগড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, বাঁকুড়া ও খাতড়া বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১৫ জন কর্মীর চেষ্টায় প্রায় ন ঘন্টার পর ওই কিশোরের দেহ উদ্ধার করা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় তিনশো মিটার দূরে দেহ পাওয়া গিয়েছে বলে জানান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
Social