টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রেমিকার বাড়িতে গিয়ে গায়ে আগুন দিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল প্রেমিকের। মৃতের নাম কিশোর বিশ্বাস (১৯), বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার হাট মাধবপুর গ্রামে। জানা যায়, তাদের প্রেমের কথা দুই পরিবারই জানত। গত শনিবার গভীর রাতে পাশের গ্রামে তার প্রেমিকার বাড়ি চলে যায় ঐ যুবক এবং সেখানেই গায়ে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয় ওই যুবক। এরপর প্রেমিকা ঘটনা খবর পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই যুবককে উদ্ধার করে এবং প্রথমে বন নবগ্রাম হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ওখানকার চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই যুবকের। শুক্রবার দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে।
