Breaking News

বড়সড় ডাকাতির আগেই পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতী

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ ডাকাতির আগেই বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাঁকুড়ার ইন্দপুর থানার পুলিশ। সেই সাথে একটি আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আলাউদ্দিন (২২), কাদের (২১), অপর জন ১৭ বছর বয়সের এক কিশোর। সকলের বাড়ি ওন্দা থানার পুনিশোল গ্রামে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ইন্দপুরের ধরমপুর জঙ্গলে লুকিয়ে বড়সড় ডাকাতির উদ্দেশ্যে ছক কষছিলো ওই তিনজন।

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সুত্রের খবর পুলিশ একাধিক দলে ভাগ হয়ে চারিদিক থেকে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ একটি ছুরি ,একটি শাবল, একটি টর্চ লাইট ও কিছু পরিমাণ লাইলন দড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ,ধৃত দুজনকে খাতড়া মহকুমা আদালতে ও একজনকে ১৮বছর বয়স না হওয়ায় বাঁকুড়া জুভেনাইন আদালতে তোলা হয়। পুলিশ ধৃত দুজন আসামির ১০দিনের রিমান্ড চাইলেও খাতড়া মহকুমা আদালতের বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

About Prabir Mondal

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *