কলসেন্টার প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি

Burdwan Today News Service
1 Min Read
ED searches at multiple locations in city in call center fraud case

টুডে নিউজ সার্ভিস কলকাতাঃ কলসেন্টার প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি। এই মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে চক্রের কিং পিন কুনাল গুপ্তা।বুধবার সকালে সিআরপিএফ জায়ান দের সঙ্গে নিয়ে ইডিও অফিশিয়াল পৌঁছে যায় বাগুইআটিতে গৌতম গুপ্তার বাড়িতে। পাশাপাশি বেনিয়াপুকুর অঞ্চলেও পৌঁছায় ইডির টিম।বিধাননগর সাইবার ক্রাইম থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। বিধান নগর পুলিশের হাতে গ্রেপ্তার হয় কুনাল গুপ্তা।

তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ই ডি।ভুয়ো কল সেন্টার চালিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ রয়েছে কুণাল গুপ্তার বিরুদ্ধে।কুণাল গুপ্তার ১০০ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।এছাড়াও বুধবার সকালে আধিকারিকরা ভিআইপি রোড সংলগ্ন পিএস ম্যাগনাম আবাসনের 4 ডি ফ্লাটেও তল্লাশি চালাচ্ছে।এই আবাসনের ফোর ডি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *