টুডে নিউজ সার্ভিসঃ বুধবার সকাল ১১টায় সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন দেবরাজ চক্রবর্তী। তার হাতে সময় সংকীর্ণ থাকায় দেবরাজ চক্রবর্তী সবার কাছে ক্ষমা চেয়ে বললেন, – ‘জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আপনাদের সাথে কথা বলব।’
নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেন – ‘আমরা পার্সোনাল কিছু clarification এবং নথি চেয়েছেন সেইগুলো দিতেই এসেছি।’
Clarification নিয়ে কিছু বলা যাবে? – ‘তদন্তের সাথে এই বিষয়ে কিছু বলবো না তবে উনাদের যা যা প্রয়োজনীয় নথি আমি সবই নিয়ে এসেছি। আমি সহযোগিতা করব। ব্যাংক সংক্রান্ত ও পার্সোনাল নথিপত্র নিয়ে এসেছি।’
Social