টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার বর্ধমান শহরের গোদার মাঠে এই প্রশাসনিক সভা করবেন। এই সভা থেকে তিনি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একাধিক প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করবেন।
প্রশাসনিক সূত্রে তথ্য পাওয়া অনুযায়ী, পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী তা দেখে নেওয়া যাক –
উদ্বোধন :
১) বর্ধমান-২ ব্লকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাবলিক হেলথ ইউনিট, ২) বর্ধমান-২ ব্লকের কল্যাণপুর মোড় থেকে দাস পাড়া পর্যন্ত, গঞ্জ গ্রাম বর্ধমান-কালনা রোড থেকে কোরিয়া-সাহাপুর গ্রাম পর্যন্ত, নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের অনন্ত গুপ্তর বাড়ি থেকে বোধন রাজমলের বাড়ি পর্যন্ত ও কুরমুন-২ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধদেব মূমুর বাড়ি থেকে বাগনাপাড়া আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা উদ্বোধন, ৩) বর্ধমান-২ ব্লকে বর্ধমান আলিশা বাসস্ট্যান্ডে ব্যাঙ্কোয়েট হল পুন:উন্নয়ন, ৪) বর্ধমান-২ ব্লকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সোনাকুর গ্রামে চাঁদ নদীর উপর সেতু
শিলান্যাস :
১) বর্ধমান-২ ব্লকে গঞ্জ মোড় থেকে এন এইচ-২ রিলায়েন্স পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা, ২) বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের সিলা পাড়া আদিবাসী গ্রামে ও বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের নন্দনকানন হরিচাঁদ মন্দির সংলগ্ন এলাকায় নিকাশী ব্যবস্থা সহ রাস্তা, ৩) বর্ধমান-২ ব্লকে নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া ফুটবল ময়দানে কমিউনিটি হল, ৪) বর্ধমান-২ ব্লকে জাহের থানে ১টি গেষ্ট হাউস।
Social