টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালনের উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগ। শনিবার ২০ জানুয়ারি বর্ধমান দু’নম্বর ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে পক্ষ থেকে বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের নান্দুর গ্রামে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে বিশেষ শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে বিভিন্ন রকম গবাদি পশুর প্রদর্শনী রাখা হয়। যেখানে পশুপালকরা তারা তাদের গবাদি পশু নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়। পাশাপাশি এখানে গবাদি পশুর স্বাস্থ্য শিবিরও করা হয়। এই শিবির থেকে এদিন বিনামূল্যে প্রাণীদের ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয় এছাড়াও সেরা গবাদি পশুদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ডাঃ অসীম বোস সহ আরও অনেকে।
