টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের বামচাঁদাইপুরে। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভকৎ, জেলা পরিষদের সদস্যা সুচরিতা মণ্ডল মাজিল্যা, গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, পঞ্চায়েতের সদস্য সেখ আজাদ রহমান সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েতের উপ প্রধান বক্তব্য রাখতে গিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, এই বর্জ্য জমা হয়ে সেখান থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় জৈব সার তৈরি হবে এবং সেই সার কৃষিকাজে ব্যবহার করা যাবে।
Social