টুডে নিউজ সার্ভিসঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধের প্রকল্প ‘ভারতমালা’ এখন বন্ধ হওয়ার পথে। এই প্রকল্পে খরচ নিয়ে দেশের শীর্ষ অডিট সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর প্রশ্নের মুখে পরতে হয়েছে মোদি সরকারকে। দিল্লি থেকে গুরুগ্রাম ১৪ লেনের এক্সপ্রেসওয়ে গড়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। সেটি নির্মাণে কিমি প্রতি ১৮ কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে খরচ দেখানো হয়েছে কিমি পিছু প্রায় ২৫১ কোটি টাকা।
কয়েকমাস আগেই ভারতমালা প্রকল্পের এমন বেশ কিছু আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তারা সামনে আনে। তাতে প্রবল চাপে পড়েছিল মোদি সরকার। সেই চাপ ভারতমালা প্রকল্পের আরও একঝাঁক সঙ্কট হাজির। ন্যাশনাল হাইওয়ে অথরিটির দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং ব্যর্থতায় খরচের বহর ক্রমে বেড়েই চলেছে। সরকারি সূত্রের খবর, বিপুল আর্থিক বোঝার জেরে ভারতমালা প্রকল্প বস্তুত বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। বলা হচ্ছে, বিকল্প অন্য প্রকল্প আবার হাতে নেওয়া হবে। কিন্তু চলতি প্রকল্পটি আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না।
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social