গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে আদিবাসী যুবকেরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কাটোয়ায়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রাম সিধু কানু স্মৃতি সংঘের পক্ষ থেকে ২ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হলো নন্দীগ্রাম আদিবাসীপাড়ার ফুটবল মাঠে। এবছর এই ফুটবল প্রতিযোগিতা ৯ বছরে পড়লো। এই খেলায় ১৬টি দল অংশ নেবে।
এদিন প্রথম খেলা হয় শুকদেব একাদশ ক্লাব ও বাঘডোনা ক্লাব। ট্রাইবেকারে বাঘডোনা ক্লাব ৫-৪ গোলে শুকদেব একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই খেলা দেখতে বহু মানুষ মাঠে উপস্থিত হয়।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social