টুডে নিউজ সার্ভিস, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের জঙ্গলমহলের অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বৎসরের জন্য বিদ্যালয়ের নিজস্ব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানান, ছাত্র-ছাত্রীদের জন্য মজার মজার কিছু বিষয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ভাবা হয়েছিল। অঙ্ক দৌড়, মিউজিক্যাল, চেয়ার হাড়িভাঙ্গা প্রতিযোগিতা গুলিকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উন্মাদনা ছিল দেখার মতো।
এদিনের অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয়ের দুই শিক্ষক নির্মল মান্ডি ও অসীম কুমার দোলই। পাশাপাশি শুক্রবার হয়ে যাওয়া সাঁওতালি ভাষা দিবসের তাৎপর্য ও ছাত্র-ছাত্রীদের কাছে ব্যাখ্যা করেন বিদ্যালয়ের শিক্ষক লক্ষীনারায়ণ হেমব্রম।
Tags district west bengal
Check Also
একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …
Social