অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ ভোটাধিকার আমাদের অধিকার। এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ‘রইসিং ভয়েস ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে হাওড়া স্টেশনে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল হাওড়া স্টেশনের কাছে বসবাসকারী যৌনকর্মীদের জন্য। এই কাজের জন্য সাহায্য করেন হাওড়া জেলা কালেক্টর অফিস। কালেক্টর অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বারি, এস.এ এবং এ.ও হাওড়া সদরের দেবাশিষ চক্রবর্তী-র উপস্থিতে এই কাজটি সুসম্পন্ন হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ‘রইসিং ভয়েস ফাউন্ডেশন’-এর সভাপতি মৌমিতা দাস, সংগঠনের অন্যতম সদস্যা ইয়াসমিন খাতুন। এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ শিবিরে হাওড়া স্টেশনের কাছাকাছি বসবাসকারী যৌনকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Tags west bengal
Check Also
কুম্ভমেলায় আবারও আগুন
টুডে নিউজ সার্ভিসঃ কুম্ভমেলায় আবারও আগুন। পদপিষ্ট হওয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে …
Social