টুডে নিউজ সার্ভিসঃ জেল হেফাজত শেষে সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের সিবিআই-এর বিশেষ আদালতে তোলার আগে কলকাতা পুলিশ লকাপে আনা হলো কুন্তল ঘোষ, তাপস মন্ডল, জীবনকৃষ্ণ সাহা-কে। সেই সঙ্গে আজ এসপি সিনহা, সুবিরেস ভট্টাচার্য, শান্তিপ্রসাদ গঙ্গোপাধ্যায়-এর ভার্চুয়ালি হবে।
এদের ছাড়াও বাকি কৌশিক মাঝি, আলী ইমাম, পার্থ সেন সহ বাকি ১১ জনকে আজ আলিপুর পুলিশ লকাপে আনা হয়েছে।