টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ব্যাংক থেকে টাকা গায়েব ! রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমানো টাকা নাকি নেই। ব্যাংকে জমানো এক লক্ষ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হলেন বুধবার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকায়। জামালপুরের হালারা মোড় সংলগ্ন এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। গোটা ঘটনা নিয়ে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, এমন ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গ্রাহক মহলে। জানা যায়, অক্টোবর মাসের ২৭ তারিখ নাগাদ জামালপুরের হারালা মোড় সংলগ্ন ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারক মণ্ডল নামে এক ব্যক্তি ১ লক্ষ টাকা জমা দেন এবং নভেম্বর মাসে তিনি আরও ১৬ হাজার টাকা জমা দেন, পরবর্তীতে টাকা তুলতে গিয়ে দেখেন ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মাথায় হাত ওই ব্যক্তির। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …
Social