বর্ধমানে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান জিআরপি থানার পুলিশ ৫২টি চোরাই মোবাইল সহ দু’জন যুবককে গ্ৰেফতার করে সোমবার সাতসকালে। আর এর পরেই এদিন সন্ধ্যায় বর্ধমানের জেলখানা মোড়ে সমস্ত মোবাইলের দোকানদারেরা একত্রিত হয়ে জেলখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল করে বর্ধমান স্টেশনে জিআরপি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ জিআরপি থানার পুলিশ টাকা চেয়ে ছিল তাই দিতে পারেনি বলে মিথ‍্যা কেস দিয়ে তাদের গ্ৰেফতার করেছে।তাদের আরও অভিযোগ, প্রত‍্যেক মাসে তিনহাজার টাকা করে মান্থলি দিতে হবেও বলে জানান তারা। টাকা দিতে পারেনি বলেই গ্ৰেফতার হয়েছে ঐ দু’জনকে।

প্রসঙ্গতঃ সোমবার সাতসকালে ৫২টি মোবাইল সহ বর্ধমান স্টেশনের ফুট ব্রিজ থেকে দুই যুবককে গ্ৰেফতার করে সোমবার বর্ধমান জিআরপি থানার পুলিশ। ধৃতদেহ এদিনই বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।আদালতের কাছে ৩ দিনের পুলিশি হেফাজত চায় পুলিশ। এদিকে আদালত সূত্রে জানা গেছে, ধৃত ২ জনের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জিআরপি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে স্টেশনের ফুট ওভার ব্রিজে তাদের ধরা হয়। তাদের ব‍্যাগ তল্লাশি করতে একাধিক বিভিন্ন কোম্পানির মোবাইল উদ্ধার হয়। জিআরপি সূত্রে আরও জানা যায় অভিযুক্তদের বাড়ি মালদায়, কালিয়াচকে তাদের নাম মনিরুল ইসলাম, আসরাফুল আলম। এই ঘটনায় আরও কারা কারা যুক্ত রয়েছে কোথা থেকে এই মোবাইলগুলো নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায় তাদের গ্ৰেফতারের পর তারা কোনো মোবাইল কাগজপত্র দেখাতে পারেনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *