Breaking News

বৈকুন্ঠপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে রেখেছে। এই নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ওই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২৮ থেকে ৩০ নভেম্বর তিনদিন বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন দলীয় বিধায়করা। সেই মত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা। বৃহস্পতিবার বিধানসভায় কালো পোশাক পরেই ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা। এদিন তাঁদের মধ্যমণি ছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ অন্য মন্ত্রীরাও। এছাড়াও আগামী ২ এবং ৩ ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে মিছিল করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।

বর্ধমানটুডে’র সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্লা মোড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২ ডিসেম্বর বৈকুন্ঠপুর-২ এর বিভিন্ন বুথে বুথে প্রতিবাদ মিছিল বের করা হবে। এই বৈঠকে এই পঞ্চায়েতের কোন কোন বুথে প্রতিবাদ মিছিল বের করা হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মণ্ডল, উপ প্রধান উত্তম কুমার ঘোষ, অঞ্চল সভাপতি অনুপম ঘোষ, সহ পঞ্চায়েত সমস্ত মেম্বার এবং বুথ সভাপতি ও অঞ্চল কমিটির সদস্যরা।

About Prabir Mondal

Check Also

মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *