জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর থানার পক্ষ থেকে উদ্ধার করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল বোমস্কোয়ার্ড। ১৫ কেজি শব্দবাজি নিষ্ক্রিয় করল মন্তেশ্বর থানার পুলিশকালিফটকা, দোদমা, গিটেবোম সহ বিভিন্ন রকমের অবৈধ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ। সোমবার বিকালে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। দুর্গাপুর থেকে আশা ৪ সদস্যের বোম্বস্কোয়ার্ড মন্তেশ্বরের মালডাঙ্গা কাটোয়া রাস্তায় পাকুরমারি সেতু সংলগ্ন এলাকায় ক্যানালের ধারে নিরাপদ জায়গায় বাজিগুলি নিষ্ক্রিয় করে। উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার পুলিশ কর্মীরা, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বাবুরা সহ কালনা থেকে আসা দমকল দফতরের কর্মীরাও। এদিন প্রায় ১৫ কেজি বাজি নষ্ট করা হয়েছে বলে মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে।
