দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের বরচাতরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী। গত বর্ষায় নদীতে জলস্তর বৃদ্ধি পায় ফলে যাতায়াতের রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার মানুষদের উদ্যোগে এই মুহূর্তে নদী পারাপারের জন্য কোনো রকমে সুবন্দোবস্ত করা হয়েছে আর সেখান দিয়েই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বরচাতরা সহ ২৫-৩০ টি গ্রামের সাধারণ মানুষদের । তাদের দাবি, বর্ষাকালে যখন নদী পরিপূর্ণ থাকে সোনামুখী হাসপাতাল কিংবা বাঁকুড়ায় রোগী নিয়ে যেতে হলে ৩০-৪০ কিলোমিটার ঘুর পথে যেতে হয় পাশাপাশি সমস্যা পড়তে হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের। তারা আরও দাবি করেন, প্রশাসনকে বহুবার জানানো হয়েছে এই সমস্যার কথা কিন্তু শুধুই মিলেছে আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত শালী নদীর উপর একটি কংক্রিটের সেতু তৈরি করা হোক যাতে করে আগামী দিনে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে পারাপার করতে না হয়।
মানিক ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, জন্ম থেকেই এই সমস্যা দেখে আসছি প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে কবে সমস্যার সমাধান হয় সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি।
এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় ওই এলাকার সাধারণ মানুষদের সমস্যার কথা স্বীকার করে নেন এবং সাংবাদিকদের বলেন, এই সমস্যা দ্রুত সমাধান করা হবে।
Social