টুডে নিউজ সার্ভিসঃ হাসপাতাল থেকে ছুটি বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সোমবার রাতেই হেঁটে হাসপাতাল থেকে বেরোলেন তিনি। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ফিট সার্টিফিকেট দিল অ্যাপোলো হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পেতেই কেন্দ্রীয় বাহিনী প্রহরায় জ্যোতিপ্রিয়কে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে গেল ইডি। এবার হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।
