টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ উৎসবের মরশুমের আগেই জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। বৃহস্পতিবার জেলাশাসক কনফারেন্স রুমে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জেলাশাসক জানিয়েছেন আগামী রবিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত গোটা জেলা জুড়ে একসাথে সাফাই অভিযান শুরু হবে। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান।’ তবে এই সাফাই অভিযানকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।
এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে জেলার সমস্ত স্তরের মানুষকে। তথা পুজো কমিটি, বাজার কমিটি, বিভিন্ন অফিস, স্কুল, ক্লাব সহ সকল সংস্থাকেই এই অভিযানে যুক্ত রাখা হয়েছে।পাশাপাশি সাধারণ মানুষ কাছেও বার্তা পাঠানো হচ্ছে ঐদিন সকলেই নিজের বাড়ির সমস্ত জমে থাকা ময়লা আবর্জনা পাড়ার একটি নির্দিষ্ট জায়গায় ফেলেন। সেই জড়ো করা ময়লা আবর্জনা গ্রামের নির্দিষ্ট একটি জায়গায় প্রশাসনের উদ্যোগেই নিয়ে আসা হবে এবং সেখান থেকে পঞ্চায়েত এলাকার নির্দিষ্ট জায়গায় জমা করা হবে। এভাবেই একদিকে যেমন ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকবে। জেলাশাসক আরও জানিয়েছেন, এই অভিযান নিয়মিত ভাবে চলবে।
Social