বিশ্বজিৎ বিশ্বাস, নদিয়াঃ গোপন সূত্রে খবর পেয়ে একাধিক আগ্নেয়াস্ত্র সহ একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি সহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা, এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র, একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি। জানা যায় ধৃতদের নাম শুভজিৎ মাহাতো ও সঞ্জীত গুহ। শুক্রবার ধৃতদের রানাঘাট মহাকুমার আদালতে তোলে শান্তিপুর থানার পুলিশ। যদিও রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার দায়িত্বভার নেওয়ার পরে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। আর অভিযান চালিয়ে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুর থানা এলাকাতে উদ্ধার হচ্ছে একাধিক আগ্নেয়াস্ত্র তাজা বোমা অস্ত্রশস্ত্র ও গুলি।
Tags district west bengal
Check Also
ফের মশাগ্রাম রেলগেট ভেঙে বিপত্তি
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবারও ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মশাগ্রাম রেলগেট। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার …
Social